আসছে ৪০০ সিসির মোস্ট এফোর্ডেবল বাইক

৪০০ সিসির মোস্ট এফোর্ডেবল বাইক  হতে যাচ্ছে

Pulsar NS 400


পালসার NS400 বাজাজের জনপ্রিয় পালসার লাইনআপের একটি বহু প্রতীক্ষিত সংযোজন। 


বাইকটিতে থাকবে একটি 373cc, লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা 40 bhp এবং 35 Nm পিক টর্ক আউটপুট দেবে। 



প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে এটি KTM Duke 390 এবং Royal Enfield Himalayan-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
চলতি বছরের মার্চ মাসেই বাজাজ এই বাইকটি লঞ্চ করার ঘোষণা দিয়েছে। এবং বাজাজ যেহেতু বলছে এটি হতে যাচ্ছে মোস্ট এফোর্ডেবল ৪০০ সিসির বাইক তাই দামের ক্ষেত্রে একটা বিরাট চমক থাকবে এটা বলার অপেক্ষা রাখেনা।

বাজাজ পালসার সিরিজ নিয়ে বাইকারদের মধ্যে সবসময়ই একটা বাড়তি উন্মাদনা কাজ করে আর এই উন্মাদনাকে কখনোই বাজাজ নিরাশ করেনি। 

ইতিমধ্যে আমরা দেখেছি 250 সিসি সেগমেন্টে N250 এবং F250 তুলনামূলক অনেক রিজনেবল প্রাইসে মার্কেটে এভেইলেবল হয়েছে যা নিয়ে সবাই বেশ খুশি। 

No comments:

Post a Comment