N1, N2,.... N3 ইত্যাদি লেখাগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। কারন বিভিন্ন হাইওয়ে ধরে যাওয়ার সময় সবুজ সাইনবোর্ডে এই লেখাগুলো আমরা প্রায়ই দেখি। কেউ কেউ এই লেখা ডিকোড করতে পারলেও আমরা অনেকেই হয়তো জানি না,
আসলে এই লেখাগুলো দ্বারা কি বুঝানো হয়?
N1, N2, N3 এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক?
আমাদের দেশে এখন পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে আছে মোট আটটি।
চলুন জেনে নিই, আমাদের দেশের আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নাম- এবং কোন নাম দিয়ে কোন মহাসড়ক বুঝানো হয়
🟨N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ
🟩N2 = ঢাকা - সিলেট - তামাবিল
🟦N3 = ঢাকা - ময়মনসিংহ
🟪N4 = ঢাকা - জামালপুর
🟫N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা
⬛N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ
🟧N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা
🟥N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী


