Showing posts with label Traffic Rules. Show all posts
Showing posts with label Traffic Rules. Show all posts

হাইওয়েতে সবুজ বোর্ডে N1,N2 কেন লেখা থাকে?

 N1, N2,.... N3 ইত্যাদি লেখাগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। কারন বিভিন্ন হাইওয়ে ধরে যাওয়ার সময় সবুজ সাইনবোর্ডে এই লেখাগুলো আমরা প্রায়ই  দেখি। কেউ কেউ এই লেখা ডিকোড করতে পারলেও আমরা অনেকেই হয়তো জানি না, 


আসলে এই লেখাগুলো দ্বারা কি বুঝানো হয়?



N1, N2, N3 এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক? 


আমাদের দেশে এখন পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে আছে মোট আটটি। 


চলুন জেনে নিই, আমাদের দেশের আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নাম- এবং কোন নাম দিয়ে কোন মহাসড়ক বুঝানো হয়


🟨N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ


🟩N2 = ঢাকা - সিলেট - তামাবিল


🟦N3 = ঢাকা - ময়মনসিংহ 


🟪N4 = ঢাকা - জামালপুর


🟫N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা


⬛N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ 


🟧N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা


🟥N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী

দাগ অতিক্রম করলেই মামলা



যারা বাইক অথবা গাড়ি চালাই তারা অনেকেই রাস্তার এই সাদা বা হলুদ দাগগুলোর মানে জানিনা অথচ এগুলো জানা খুব জরুরি।  আসুন জেনে নেই, 

ছবি [1] যদি রাস্তায় সলিড লাইন বা একটানা দাগ দেখেন তাহলে বুঝবেন এটা Two Way Road. মানে উভয় ডিরেকশন থেকে যানবাহন চলছে তাই এই দাগ দেয়া রাস্তায় ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

এই রকম রাস্তায় ওভারটেক না করে সিংগেল লেনে চলতে হবে।

তবে সামনে ছোট আকারের যানবাহন থাকলে নিজের লেনের ভিতর থেকে সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন।


ছবি [2] যদি ডটেড লাইন বা দাগের মাঝে মাঝে কাটা থাকে তাহলে বুঝবেন এই রাস্তায় দেখেশুনে ওভারটেক করা যাবে। অর্থাৎ ওভারটেক পারমিটেড।


ছবি [3] যদি রাস্তায় ডাবল সলিড লাইন টানা থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়। এই ডাবল লাইন টানা রাস্তায় যদি আপনি দাগের বাইরে গিয়ে বাইক বা গাড়ি চালান আর সেটা যদি ট্রাফিক সার্জেন্টের চোখে পড়ে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে এটা নিশ্চিত। 


আরো অনেক রোড মার্কিং আছে যেগুলোর অর্থ না জেনে ড্রাইভ করলে ঘটতে পারে ভয়াবহ বিপদ। সেগুলো নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করবো।


পোস্টটি শেয়ার করে বন্ধুদের সচেতনতা বাড়াতে পারেন৷

ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেইজ।


লেখা: ইকবাল আব্দুল্লাহ রাজ 

Admin, Bike Doctor BD