দাগ অতিক্রম করলেই মামলা



যারা বাইক অথবা গাড়ি চালাই তারা অনেকেই রাস্তার এই সাদা বা হলুদ দাগগুলোর মানে জানিনা অথচ এগুলো জানা খুব জরুরি।  আসুন জেনে নেই, 

ছবি [1] যদি রাস্তায় সলিড লাইন বা একটানা দাগ দেখেন তাহলে বুঝবেন এটা Two Way Road. মানে উভয় ডিরেকশন থেকে যানবাহন চলছে তাই এই দাগ দেয়া রাস্তায় ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

এই রকম রাস্তায় ওভারটেক না করে সিংগেল লেনে চলতে হবে।

তবে সামনে ছোট আকারের যানবাহন থাকলে নিজের লেনের ভিতর থেকে সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন।


ছবি [2] যদি ডটেড লাইন বা দাগের মাঝে মাঝে কাটা থাকে তাহলে বুঝবেন এই রাস্তায় দেখেশুনে ওভারটেক করা যাবে। অর্থাৎ ওভারটেক পারমিটেড।


ছবি [3] যদি রাস্তায় ডাবল সলিড লাইন টানা থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়। এই ডাবল লাইন টানা রাস্তায় যদি আপনি দাগের বাইরে গিয়ে বাইক বা গাড়ি চালান আর সেটা যদি ট্রাফিক সার্জেন্টের চোখে পড়ে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে এটা নিশ্চিত। 


আরো অনেক রোড মার্কিং আছে যেগুলোর অর্থ না জেনে ড্রাইভ করলে ঘটতে পারে ভয়াবহ বিপদ। সেগুলো নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করবো।


পোস্টটি শেয়ার করে বন্ধুদের সচেতনতা বাড়াতে পারেন৷

ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেইজ।


লেখা: ইকবাল আব্দুল্লাহ রাজ 

Admin, Bike Doctor BD

No comments:

Post a Comment