নতুন বছরে আড়াইশো সিসির চমক

২০২৪ সালের শুরুতে অর্থাৎ নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে প্রিবুক নেয়া Pulsar N250 বাইকের ডেলিভারি শুরু হয়েছে৷ 

তাই পালসার প্রেমিদের জন্য ২০২৪ সালটি বেশ আনন্দমুখরভাবেই শুরু হলো। 

প্রায় ২৩ বছর যাবত দেশে সিসি লিমিটের ব্যারিয়ার থাকায় সর্বস্তরের বাইক প্রেমীদের বহুল প্রতিক্ষীত ঘটনা ছিলো বর্ধিত সিসি লিমিট। আর সিসি লিমিট বাড়ার পর দেশের বাজারে বাজাজের তরফ থেকে প্রথম ২৫০ সিসি বাইক বাইক আসার কারনে Pulsar N250 ই এখন পর্যন্ত বাইকপ্রেমিদের আগ্রহের কেন্দ্রবিন্দু৷ 

রেজিস্ট্রেশন জটিলতায় ডেলিভারিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 

ইতিমধ্যে আমরা বাইকটি টেস্ট রাইড ও করেছি। 


দেশের প্রথম Pulsar N250 বাইকের গর্বিত 
অউনারদের সারিতে যুক্ত হয়েছেন প্যাশনেট  বাইকার 
Cbr Rider Murad 


আমরা Bike Doctor BD র পক্ষ থেকে তাকে জানাচ্ছি অভিনন্দন। 


নামের সাথে সিবিয়ার রাইডার থাকলেও তার পালসার প্রেম এখন ভাইরাল। Pulsar N250 চালিয়ে তিনি বলেছেন, 

"গিয়ার একটা কম হলেও সিসি বেশি" 😂

No comments:

Post a Comment