ক্লাসিক বা রেট্রো লুকের বাইকের প্রতি অনেকেরই ব্যাপক ক্রেজ রয়েছে।
ক্লাসিক লাভারদের জন্য TVS এবার নিয়ে এলো neo-retro ডিজাইনের TVS Ronin.
তবে লুকের দিক থেকে ক্লাসিক ভাইবটা ধরে রাখলেও আধুনিক ফিচার কোনোটাই বাদ যায়নি এই বাইক থেকে।
✅ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্সোল,
✅ অল এলইডি লাইট,
✅ ৪১ মিমি USD ফ্রন্ট সাসপেনশন,
✅ এলয় রিম,
✅ সেভেন স্টেপ এডজাস্টেবল
✅ মনোশক রিয়ার সাসপেনশন,
✅ টিউবলেস টায়ার,
✅ USB চার্জিং পোর্ট,
✅ রাইডিং মোড,
✅ ৩০০ মিমি বিগার ফ্রন্ট ডিস্ক,
✅ Smart X Connect,
✅ Voice এবং Ride Assist,
✅ DRL
✅ ABS Braking Setup সহ
লেটেস্ট সব ফিচার।
হার্ট হিসেবে দেয়া হছে একটি পাওয়ারফুল fi ইঞ্জিন যার Displacement 225.9 cc,
Max Power 20.1 bhp @ 7750 rpm
Max Torque 19.93 nm.
কুলিং সিস্টেম হিসেবে এড করা হয়েছে অয়েল কুলিং সিস্টেম। রাইডিং মোড হিসেবে আছে URBAN & RAIN.
অন এভারেজ TVS Ronin থেকে মাইলেজ পাওয়া যাবে 42 কিলোমিটার পার লিটার।
Nimbus Gray,
Lightning Black,
Magma Red সহ মোট ৭ টা এক্সাইটিং কালার কম্বিনেশনে
পাওয়া যাবে TVS Ronin.
ভ্যারিয়েন্ট ভেদে ভারতের বাজারে এই বাইকটি লঞ্চ হয়েছে ১ লক্ষ ৭৬ হাজার থেকে শুরু করে ২ লাখ ২ হাজার রুপি প্রাইস রেঞ্জে।
আশা করা যাচ্ছে বাংলাদেশের বাজারেও এই বাইকটি আসবে। লুক এবং স্পক অনুযায়ী আপনার কাছে কেমন লাগলো TVS Ronin কমেন্টে জানাবেন।
ফলো করুন আমাদের ফেসবুক পেজ BIKE DOCTOR BD






No comments:
Post a Comment