বাইকের মেইন্টেনেন্স নিয়ে অনেকের থাকে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা।
ফেসবুক গ্রুপে হেল্প সিকিং পোস্টে জেনে না জেনে অনেকেই দেন পরামর্শ।
কোনটা সঠিক পরামর্শ আর কোনটা ভুল সেটা নিয়েও রয়ে যায় কনফিউশান।
তাই সঠিক মেইন্টেনেন্স এবং রিকমেন্ডেশন খুজে পাবার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হলো অউনারস ম্যানুয়াল, কিন্ত কোথায় পাবেন এই অউনারস ম্যানুয়াল?
মোটরসাইকেল ইউজারদের মধ্যে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মোটরসাইকেলের মেইন্টেনেন্স নলেজ অথবা ছোটখাটো বেসিক নলেজ থাকেনা।
কি ভাবে মেইনটেইন করলে বাইক ভালো থাকবে?
কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালবো?
পেট্রোল ইউজ করবো নাকি অকটেন?
প্লাগ কতদিন পর পর চেঞ্জ করতে হয়?
ইঞ্জিন অয়েল কি পরিমাণ ঢালতে হবে ইত্যাদি ইত্যাদি।
এই জিজ্ঞাসা গুলো নিয়ে আমরা অনেক সময়ই ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দেই। কিন্ত ফেসবুকে পোস্ট দেয়ার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে।
যেমন ধরুন গ্রুপে যদি ১০০ জন আপনাকে সাজেশন দেয় তাহলে আপনি ১০০ ধরনের সাজেশন পাচ্ছেন, এতে আপনার কনফিউশান বাড়বে। কোন সাজেশন টা সঠিক সেটা খুজে পাবেন না। পাজলড হয়ে যাবেন।
তাছাড়া যারা সাজেশন দিচ্ছে তাদের ও সেই বিষয়ে প্রপার নলেজ আছে কিনা সেটাও কিন্ত বড় একটা প্রশ্ন।
অথচ আপনার সম্ভাব্য সকল জিজ্ঞাসার উত্তর এবং গাইডলাইন কিন্ত আপনার হাতেই রয়েছে।
অবাক হচ্ছেন? জি ঠিকই বলছি।
আপনার মোটরবাইক সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য, মেইন্টেনেন্স গাইডলাইন, পার্টস ইনফরমেশন, ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন, পার্টস রিপ্লেসমেন্ট, ইঞ্জিন অয়েল লেভেল, পিরিয়ডিক চেক আপ সহ সব ধরনের প্রপার গাইড লাইন দেয়া আছে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইতে। যেটা পড়লে বাইক এবং বাইকের মেইন্টেনেন্স বিষয়ে আপনি নিজেই হয়ে যেতে পারেন মাস্টার...
কিন্ত কোথায় পাবেন ইউজার ম্যানুয়াল?
সাধারণত প্রতিটি নতুন বাইকের সাথেই ইউজার ম্যানুয়াল শোরুম থেকে দিয়ে দেয়া হয়। যদি না পেয়ে থাকেন তাহলে চেয়ে নিন। আর যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে অনলাইন থেকে ইউজার ম্যানুয়ালের e কপি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
Hero Honda Hunk বাইকের ইউজার ম্যানুয়াল ডাউনলোড করুন 👇

No comments:
Post a Comment