ভারতের বাজারে বেশ কিছু মাস আগেই লঞ্চ হয়ে গেলো Honda Hornet 2.0
Honda Hornet 2.0 বাইকে রয়েছে একটি পাওয়ারফুল 184 cc সিংগেল সিলিন্ডার ইঞ্জিন।
এই ইঞ্জিন সর্বোচ্চ 17.26 bhp শক্তি ও 16 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।
বড় চেঞ্জেস গুলোর মধ্যে USD suspension চোখে পড়বে সবার আগে।
এই বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এই বাইক প্রতি লিটারে সর্বোচ্চ প্রায় 57.35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
স্পোর্টি স্প্লিট সীট এই বাইকে আরো একটা নতুন মাত্রা যোগ করেছে।
Hornet 2.0 বাইকে দেয়া হয়েছে দুর্দান্ত কিছু ফিচারস যা বাইকপ্রেমীদের আকর্ষণ করবেই।
অত্যাধুনিক ফিচার গুলোর মধ্যে
One touch self start,
লিকুইড ক্রিস্টাল ডিস্প্লে,
ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ওডোমিটার, নেভিগেশন,
বুট স্পেস, LED লাইটস, ল্যাপ টাইমার, টিউবলেস টায়ার, হ্যাজার্ড লাইট,
Metal alloy wheels আর ডিজিটাল ইন্ডিকেটর এর মত বেশ কিছু সুবিধা অন্যতম । থাকছে বেশ কিছু এক্সাইটিং কালার ভেরিয়েন্ট।


_Front_Fork_dev_one.png)





No comments:
Post a Comment