বাংলাদেশের বাজারে Honda Xblade অত্যন্ত জনপ্রিয় একটি বাইক ৷
শার্প ডিজাইন, হাই মাইলেজ, চমৎকার ইঞ্জিন পার্ফমেন্স এবং লো মেইন্টেনেন্স মজবুত ধাচের বাইক হওয়ায় বাইকাররা Honda Xblade বাইকটাকে সাদরে গ্রহন করেছে।
বাইকটি জনপ্রিয় হবার আরো কিছু কারনের মধ্যে এই বাইকের,
✅ ইউনিবডি কমফোর্টেবল ওয়াইড সীট,
✅ আপরাইট সীটিং পজিশন,
✅ ফুল ডিজিটাল ইনফরমেটিভ ইন্সট্রুমেন্ট কন্সোল,
✅ সাবলীল হ্যান্ডেলিং,
✅ যেকোনো রাস্তায় স্মুথ সাসপেনশন ফিডব্যাক অন্যতম।
ব্যালেন্সড ওয়েট রেশিও হবার কারনে যে কেউ বাইকটিকে খুব সহজে কন্ট্রোল করতে পারে ৷ তাই নতুন রাইডারদের জন্যেও বাইকটিকে আদর্শ বলা যায়।
যারা ঠিকঠাক দামে লং টাইম ইউজ করার জন্য মজবুত বিল্ড কোয়ালিটির বাইক খোজেন তাদের পছন্দের শীর্ষে থাকে Honda ব্রান্ডের বাইকগুলো।
BHL সম্প্রতি Honda Xblade বাইকের ৩ টি নতুন এক্সাইটিং কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে বাংলাদেশের বাজারে।
কালার গুলো হলো,
Sports Red
Matte Steel Metallic
Strontium Silver.
বাইকটির বাজারমুল্য ধরা হয়েছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা।




No comments:
Post a Comment