ছাপড়িদের অপছন্দের বাইক

New Honda Xblade Impression!! 

কালার গ্রাফিক্স যেমন সুন্দর৷ 

বাইকের ডিজাইনটাও অনেক স্মার্ট। 

নতুন ৩ টা কালার ভেরিয়েন্ট এসেছে। 

৩ টাই সুন্দর। লাল আর সিলভার এই দুইটা কালার পার্সোনালি বেশি ভালো লেগেছে। 

কম্ফোর্টেবল সীটিং পজিশনের সাথে হোন্ডার রিলায়েবল স্মুথ ইঞ্জিন।


এই সেগমেন্টে সব কম মেইন্টেনেন্স খরচ মনে হয় এই বাইকেই। যদিও Robo Faced LED headlight দিয়েছে তবে হেডলাইটের আলো বেশ কম লেগেছে আমার কাছে। এটা আরো ভালো হতে পারতো। হাইওয়েতে গেলে এক্সট্রা ফগলাইট ইন্সটল করে নিতে হবে। সামনের টায়ারটা আরেকটু ফ্যাটি হলে খুব ভালো হতো। এই আপগ্রেড টা আশা করেছিলাম। 

যাইহোক,

Best Part হলো Xblade এর ইনক্রেডিবল মাইলেজ। একটা ১৬০ সিসির কার্বোরেটর ইঞ্জিনের বাইক হয়েও ৫৫+ মাইলেজ দেয় যা অন্যান্য ১৫০ সিসি fi বাইকগুলোকে লজ্জা পাইয়ে দেয়ার জন্য যথেষ্ট। গ্রামের কাচা রাস্তা, শহরের জ্যাম অথবা হাইওয়ে সবখানেই নিজের যোগ্যতা প্রমাণ করার মত একটা প্রুভেন বাইক হলো Honda Xblade.

দাম অনুযায়ী বিল্ড কোয়ালিটি ঠিকঠাক। 


রাস্তায় যারা Xblade চালাচ্ছে, খেয়াল করে দেখবেন এরা যথেষ্ট ম্যাচিওরড এবং রেস্পন্সিবল স্মার্ট বাইকার। 

রাস্তায়  আত্রা ফ্রাত্রা ছাপড়িদেরকে কখনো আমি Xblade চালাতে দেখিনি। 

মোটামুটি এই ছিলো New Honda Xblade নিয়ে আমার প্রাথমিক অবজারভেশন। অন্য কোনো বাইক নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। 


হ্যাপি বাইকিং ।

Follow BIKE DOCTOR BD

No comments:

Post a Comment