প্রথম ১০০ কিমি চালিয়ে ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন Hero XMR Owner
-- Rezwan Hossain.
জেন্টলি ক্রুজ করে সর্বোচ্চ ৯০ পর্যন্ত স্পিড তুলেছি।
সিটি, হাইওয়ে, বালির রাস্তা, গ্রাম সব মিলিয়ে চালানো হয়েছে।
বিভিন্ন দিক-
✅ সিটিং পজিশন - এত ভাল যেটা আশাতীত।
✅ মাইলেজ- ৩৩ দেখায় এভারেজ। আমার প্রত্যাশা ৩৫। যা একটা সার্ভিসের পর আরো বেশি পাব আশাকরি।
✅ লুক- এটা নিয়ে বলার ভাষা নাই। ব্যক্তিগত মত হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুড লুকিং বাইক।
✅ এক্সেলেরেশন- নতুন বাইক কিন্তু খুব স্মুথ। আর কিছু বলব না একবার চালাইলে বুঝবেন।
✅ ব্রেকিং - সুপার 👌👌
✅ ভাইব্রেশন- যেহেতু রেভিং করিনি মন্তব্য করতে পারছি না। যা চালিয়েছি তাতে অতিরিক্ত ভাইব্রেশন টাইপ কিছু ফিল হয়নি।টা
✅ টায়ার গ্রীপ- অনেক ভাল কনফিডেন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে রেডিয়াল টায়ার হলে আরো ভালো হতো।
✅ হিটিং- লিকুইড কুলিং থাকায় বাড়তি হিট হচ্ছে বলে মনে হয় নাই। তবে একটানা দীর্ঘ রাইড করলে ভালো বুঝা যেতো।
✅ সাউন্ড - আরপিএম ভেদে একেক রকম। লো আরপিএমে জেন্টল সাউন্ড। খারাপ না।
সবমিলিয়ে আমি প্রত্যাশা থেকে বেশি খুশি আলহামদুলিল্লাহ। আমি এর আগে দীর্ঘ সময় ধরে যে বাইক গুলা চালিয়েছি- পালসার ১৫০,
ডিসকভার ১৩৫,
জিক্সার এস এফ এফ আই এবিএস এবং
Yamaha R15 v3. ভুল ভ্রান্তি ক্ষমা করবেন।


No comments:
Post a Comment