"ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল"
শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের তিনটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতসহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
বিআরটিএর চেয়ারম্যান বলেন,
মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে শিগগিরই
কঠোর পদক্ষেপে যাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা
বৃদ্ধি পাওয়ায় শিগগিরই সিসিটিভির
মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা
হবে মহাসড়কে।
এছাড়া প্রথম দিনের অভিযানে ফুটওভার
ব্রিজ ব্যবহারে যাত্রী ও পথচারীদের অনীহা
ও যানবাহনের ওভার ট্রাকিংসহ অতিরিক্ত
গতিতে চলাচলের চিত্র চোখে পড়েছে।
ফলে দ্রুত এসব বিষয়কে গুরুত্ব দিয়ে যানবাহন
ও চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের
মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে
কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।


















