Hero HF Deluxe বাইকের ইউজার ম্যানুয়াল

মোটরসাইকেল ইউজারদের মধ্যে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মোটরসাইকেলের মেইন্টেনেন্স নলেজ অথবা ছোটখাটো বেসিক নলেজ থাকে না।

তাই মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক রকম প্রশ্ন, 

নানা রকম জিজ্ঞাসা।



কি ভাবে মেইনটেইন করলে বাইক ভালো থাকবে? 

কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালবো?

পেট্রোল ইউজ করবো নাকি অকটেন?

প্লাগ কতদিন পর পর চেঞ্জ করতে হয়?

ইঞ্জিন অয়েল কি পরিমাণ ঢালতে হবে ইত্যাদি ইত্যাদি। 


এই জিজ্ঞাসা গুলো নিয়ে আমরা অনেক সময়ই ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দেই। কিন্ত ফেসবুকে পোস্ট দেয়ার সুবিধার পাশপাশি কিছু অসুবিধাও আছে। 


যেমন গ্রুপে যদি ১০০ জন আপনাকে সাজেশন দেয় তাহলে আপনি ১০০ ধরনের সাজেশন পাচ্ছেন, এতে আপনার কনফিউশান বাড়বে। কোন সাজেশন টা সঠিক সেটা খুজে পাবেন না। পাজলড হয়ে যাবেন। তাছাড়া যারা সাজেশন দিচ্ছে তাদের ও সেই বিষয়ে প্রপার নলেজ আছে কিনা সেটাও কিন্ত বড় একটা প্রশ্ন। 


অথচ আপনার সম্ভাব্য সকল জিজ্ঞাসার উত্তর এবং গাইডলাইন কিন্ত আপনার হাতেই রয়েছে। 


অবাক হচ্ছেন? জি ঠিকই বলছি। 


আপনার মোটরবাইক সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য, মেইন্টেনেন্স গাইডলাইন, পার্টস ইনফরমেশন, ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন, পার্টস রিপ্লেসমেন্ট, ইঞ্জিন অয়েল লেভেল, পিরিয়ডিক চেক আপ সহ সব ধরনের প্রপার গাইড লাইন দেয়া আছে আপনার বাইকের সাথে প্রোভাইড করা ইউজার ম্যানুয়াল বইতে।

ডাউনলোড Hero HF Deluxe User Manual

Price & Discount Offer

Available Motorbikes In Bangladesh.

[Price Update Of January 2024 ]


250cc Commuter

Bajaj Pulsar N250 : 



3 lac 39,999 bdt




150-165 CC Commuter

Honda Hornet 160R CBS : 



2 lac 12,000/- bdt




Honda Xblade 160R SD :



1 lac 92,500/- bdt




Honda Xblade Dual Disk ABS : 

2 lac 18,500/- bdt


Suzuki Gixxer Monotone :



1 lac 99,500/- bdt




Gixxer Fi ABS : 

2 lac 66,950/- bdt



Suzuki Gixxer SF fi ABS : 
3 lac 22,950


Yamaha FZS Version 2 : 

2 lac 33,000/- bdt



FZS Version 3 deluxe : 

2 lac 73,000/- bdt



Yamaha Fazer Version 2 :

3 lac 25,000/-


Yamaha FZ-X : 

3,00,000/- bdt



TVS RTR 160 4v Dual Disk : 

2 lac 14,999/- bdt


TVS RTR 160 4v Single Disk : 

1 lac 97,999/- bdt (after cash back offer)


TVS RTR 160 4v ABS : 

2 lac 34, 999/- bdt (after cashback offer)


TVS RTR 160 4v fi ABS : 

2 lac 69,999/- bdt










TVS Apache RTR 2v ABS :

1 lac 94,999/- bdt




Bajaj Pulsar N160 fi Dual ABS :

2 lac 69,900 (cash back offer 10,000/- bdt)



Loading more...





Pulsar N160 বাইকের ইউজার ম্যানুয়াল

মোটরসাইকেল ইউজারদের মধ্যে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মোটরসাইকেলের মেইন্টেনেন্স নলেজ অথবা ছোটখাটো বেসিক নলেজ থাকে না


তাই মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক রকম প্রশ্ন, নানা রকম জিজ্ঞাসা।

কি ভাবে মেইনটেইন করলে বাইক ভালো থাকবে? 

কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালবো?

পেট্রোল ইউজ করবো নাকি অকটেন?

প্লাগ কতদিন পর পর চেঞ্জ করতে হয়?

ইঞ্জিন অয়েল কি পরিমাণ ঢালতে হবে ইত্যাদি ইত্যাদি। 

এই জিজ্ঞাসা গুলো নিয়ে আমরা অনেক সময়ই ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দেই। কিন্ত ফেসবুকে পোস্ট দেয়ার সুবিধার পাশপাশি কিছু অসুবিধাও আছে। 

যেমন গ্রুপে যদি ১০০ জন আপনাকে সাজেশন দেয় তাহলে আপনি ১০০ ধরনের সাজেশন পাচ্ছেন, এতে আপনার কনফিউশান বাড়বে। কোন সাজেশন টা সঠিক সেটা খুজে পাবেন না। পাজলড হয়ে যাবেন। তাছাড়া যারা সাজেশন দিচ্ছে তাদের ও সেই বিষয়ে প্রপার নলেজ আছে কিনা সেটাও কিন্ত বড় একটা প্রশ্ন। 

অথচ আপনার সম্ভাব্য সকল জিজ্ঞাসার উত্তর এবং গাইডলাইন কিন্ত আপনার হাতেই রয়েছে। 

অবাক হচ্ছেন? জি ঠিকই বলছি। 

আপনার মোটরবাইক সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য,

মেইন্টেনেন্স গাইডলাইন, পার্টস ইনফরমেশন, ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন, পার্টস রিপ্লেসমেন্ট, ইঞ্জিন অয়েল লেভেল, পিরিয়ডিক চেক আপ সহ সব ধরনের প্রপার গাইড লাইন দেয়া আছে আপনার বাইকের সাথে প্রোভাইড করা ইউজার ম্যানুয়াল বইতে।

যেটা আমরা বেশিরভাগ মানুষই কখনো পড়ে দেখিনা।

যদি আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বাইকের সাথে না পেয়ে থাকেন তাহলে যে শোরুম থেকে বাইক কিনেছিলেন সেখানে যোগাযোগ করুন অথবা  কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেস্টা করবো আপনার বাইকের ইউজার ম্যানুয়াল খুজে দিতে।

Bajaj Pulsar N160 বাইকের ইউজার ম্যানুয়াল ডাউনলোড করুন এখান থেকে। Download Pulsar N160 User Manual

ফলো করুন আমাদের ফেসবুক পেইজ BIKE DOCTOR BD