ভ্যালু ফর মানি বাইক খুজছেন?

বাইকের বাজারে কম্পিটিশন অনেক বেশি।।
প্রাইস টু পার্ফমেন্স রেশিও বিচার করলে বর্তমান বাজারে
অনেক বাইকই ওভারপ্রাইসড।
তবে আমরা খুজে বের করার চেস্টা করছি 
দাম, কোয়ালিটি এবং পার্ফমেন্স বিচারে কোন বাইকগুলো
বেটার ডিল অফার করছে।

লিস্টের শুরুতেই উঠে এসেছে 

Suzuki Gixxer Monotone



দাম অনুযায়ী এই বাইকটির পার্ফমেন্স বেশ ভালো। অনেক বছর ধরে কোয়ালিটি এবং সার্ভিসের দিক থেকে নিজেকে প্রমাণ করে জনপ্রিয়তা ধরে রেখেছে বাজারে৷ এর ইউজার এক্সপেরিয়েন্সও যথেস্ট ভালো। 

✅ স্ট্রিট ফাইটার লুক, 

✅ মজবুত বিল্ড কোয়ালিটি, 

✅ পাওয়ারফুল ইঞ্জিন পার্ফমেন্স, 

✅ ভালো ব্রেকিং ক্যাপাবিলিটি, 

✅ ভালো মাইলেজ, 

✅ রিজনেবল প্রাইসিং,

✅ লো মেইন্টেনেন্স এবং 

✅ ভালো রিসেল ভ্যালু বিবেচনায় এই বাইকটিকে ১০ এর মধ্যে ৮ দেয়া যায়। 

তবে নেগেটিভ দিকের মধ্যে, 

❌ পিলিয়ন সীটের কমফোর্ট কম এবং 

❌ কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য ২ মার্ক কাটা যাবে।


ওভারল ২ লাখ টাকার নিচে বর্তমান বাজারে Gixxer Monotone বাইকটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে।

বেশ কিছু এক্সাইটিং কালার স্কীমে বাইকটি বাজারে এভেইলেবল।

পরবর্তী পোস্টে গুলোতে অন্যান্য ভ্যালু ফর মানি বাইকগুলো নিয়ে আলোচনা থাকবে। হ্যাপি বাইকিং।

আপনার জিজ্ঞাসা ও পরামর্শ কমেন্টবক্সে জানাতে পারেন।

ফেসবুকে আমাদের ফলো করুন Bike Doctor BD

1 comment: