সস্তায় জেনুইন পার্টস কেনার গোপন মন্ত্র!

বাইক চালাতে হলে স্পেয়ার পার্টস লাগবেই।

দু'দিন আগে বা পরে। 
আমরা সবসময় বলি, স্পেয়ার পার্টস বলে পৃথিবীতে কিছু নেই,
কারন আমি মনে করি প্রতিটা পার্টসই ভাইটাল রোল প্লে করে।
যেমন ধরুন ব্রান্ড নিউ বাইক, কোথাও কোনো প্রবলেম নাই কিন্ত
গিয়ার লিভারটা ভাংগা। বাইক চালাতে পারবেন?


ঠিক এই কারনেই বলেছি প্রতিটা পার্টই গুরুত্বপূর্ণ,

সে যত ছোট পার্টই হোক৷


তাই প্রতিটি পার্ট জেনুইন এবং ভালো মানের হওয়া জরুরি। 



সমস্যা হলো অনেকে অভিযোগ করেন

একই পার্টস বাইরের লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে ৩ টাকায়, শোরুমে গেলেই দাম চায় ৯ টাকা। এখন কোথা থেকে কিনবো? অথবা বাইরের পার্টস জেনুইন কিনা??

বাইকারদের অভিজ্ঞতা থেকে এমনও কিছু অভিযোগও শোনা যায়, যেমন কোনো বাইকার অন্যকোনো দেশে বেড়াতে গিয়ে তার শখের বাইকের জন্য সেই ব্রান্ডের অথোরাইজড শোরুম থেকেই কিছু পার্টস কিনে এনেছে অথচ দেশে আসার পর এই দেশের শোরুম সেই পার্টস লাগাতে অস্বীকার করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেই পার্টসকে নকল পার্টস বলেও উল্লেখ করেছে। 


যাই হোক, প্রসংগ ছিলো ভিতরে নাকি বাইরে কোন পার্টস টা আসল? দামের তফাত কেন ৪-৫ গুন?


তার আগে ছোট করে বলি, ইদানিং প্রমিনেন্ট বাইকার এবং বাইক এন্থুয়াসিস্টদের মতে লেটেস্ট মডেলের বাইকগুলোর কোয়ালিটি আগের মত মজবুত নেই। অল্পতেই এটা নস্ট ওটা নস্ট, আর বাইক চালাতে হলে আপনি পার্টস কিনতে বাধ্য ।


বাইকের চেয়ে বেশি লাভ পার্টস বিক্রিতে, কোম্পানিগুলো তাই বাইকে নানান অফার দিয়ে বাইক ধরিয়ে দিতে পারলেই পার্টস বিক্রির প্রকৃয়া চলমান থাকে। লাভ বাড়তে থাকে। 


ব্যাবসাটা অনেকটা সীম কোম্পানিগুলোর মত, শুরুতে ফ্রি সীম দেবে আর আপনার খরচের খাতা ভারি হতেই থাকবে,

মোটা হবে সীম কোম্পানি। 

কথাগুলো টেকনিক্যালি বলছি, বুঝে নেয়ার চেস্টা করুন।


আমরা চাই ন্যায্যদামে বাইকাররা অরিজিনাল পার্টসটা কিনতে পারুক, এই দুর্মুল্যের বাজারে দুটা পয়সা বাচাতে পারুক।

তবে জেনুইন পার্টস চিনতে পারার ব্যাপারটা খুবই মজার।


আপনি একটু স্টাডি করলেই সহজেই আসল নকল আলাদা করতে পারবেন। লোকাল মার্কেটেও অরিজিনাল পার্টস পাওয়া যায় এবং

দাম তুলনামূলক কম হয়।


প্রথমে শোরুমে গিয়ে আপনার প্রয়োজনীয় পার্টসটা ভালো করে দেখবেন দাম শুনবেন। তারপর লোকাল মার্কেটে গিয়েও সেইম

পার্টসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, দাম শুনবেন। আবারও বলছি,

খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন।

এখানে আপনি কম দামে জেনুইন পার্টস চিনতে পারছেন কিনা এই স্কিল টা পুরোটাই আপনার যাচাই বাছাই করার দক্ষতা, দৃস্টিশক্তি বোধ আর বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে।


যদি বাইকের প্রতি অকৃত্তিম ভালোবাসা থাকে তবে সহজেই আপনি এটা পারবেন। যদি মনে হয় দুইটাই সেম, প্যাকেজিং সেম তাহলে যেখানে দাম কম সেখান থেকেই পার্টস নিবেন৷ অথবা যদি দুই জায়গাতেই দাম একই হয় তাহলে শোরুম থেকেই নিতে পারেন মানসিক শান্তির জন্য।

অনেক সময় সাপ্লাই এবং ডিমান্ডের তারতম্যের কারনে কিছু পার্টসের দাম লোকাল মার্কেটের তুলনায় শোরুমে দাম কম হতে দেখা যায়।

তাই পার্টস কেনার আগে একটু কস্ট করে যাচাই করুন। 

এতে আপনারই লাভ। 


পরামর্শ যুক্তিসঙ্গত মনে হলে আমাদের ফেসবুক পেইজটা ফলো দিতে পারেন। ধন্যবাদ। পোস্ট কপি না করে শেয়ার করার অনুরোধ রইলো।


©Bike Doctor BD

No comments:

Post a Comment