Bajaj Dominor 400
নামের শেষে 400 থাকলেও এই বাইকের ইঞ্জিন ক্ষমতা 373.3 সিসি।
বাংলাদেশে যেহেতু 375 সিসি পর্যন্ত মোটরবাইক চলাচলের অনুমতি দেয়া হয়েছে তাই ভবিষ্যতে এই বাইকটিও হয়তো দেখা যেতে পারে বাংলাদেশের রাস্তায়।
স্পেসিফিকেশন অনুযায়ী এই বাইকে আছে 373.3 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক, 4 ভালভ, DOHC, লিকুইড কুলড, fi ইঞ্জিন।
ইঞ্জিনটি সর্বোচ্চ 39.42 bhp @ 8800 rpm এবং 35 NM of torque @ 6500 rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম।
পাওয়ার ট্রান্সমিশনের জন্য আছে 6 স্পীড গিয়ারবক্স।
সামনে 110/70-17 এবং পেছনে 150/60-17 সেকশনের টায়ার দেয়া হয়েছে। সেফটি ফিচার হিসেবে ডুয়াল চ্যানেল এবিএস ইন্টিগ্রেড করা আছে। বেশ কিছু এক্সাইটিং কালার ভ্যারিয়েন্টও এভেইলেবল। ইন্ডিয়াতে এটা খুব জনপ্রিয় একটা বাইক। ডমিনর এর ২৫০ সিসি ভার্সনও আছে।
এই বাইকের মাইলেজ কত হতে পারে কে কে অনুমান করতে পারবেন? কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
ফেসবুকে ফলো করুন Bike Doctor BD



No comments:
Post a Comment