বাংলাদেশের মানুষের কাছে যেমন ইঞ্জিন অয়েল মানেই মবিল তেমনি
মোটরবাইক মানেই HONDA.
এর মুল কারনগুলো হলো হোন্ডার অসাধারণ বিল্ড কোয়ালিটি, বিশ্বয়কর ইঞ্জিনিয়ারিং, চোখ বুজে ভরসা করার মত রিলায়বিলিটি।
হোন্ডা এমন একটা জাপানিজ ব্রান্ড হিসেবে আমাদের দেশে পরিচিত যে এর আলাদা কোনো মার্কেটিং এর প্রয়োজন হয়না৷ বাইক লাভারদের মধ্যে যারা এনাফ স্মার্ট, অত্যন্ত বিচক্ষন, বুদ্ধিমান এবং যারা বাড়তি ঝামেলা পছন্দ করেন না তাদের পছন্দের টপ অফ দ্যা লিস্টে থাকে Honda ব্রান্ডের বাইক।
তাছাড়া হোন্ডা ইউজারদের এক্সপেরিয়েন্স অন্যান্য যেকোন কম্পিটিটরদের চেয়ে অনেক ভালো।
রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হলো Honda ব্রান্ডের MOST AWAITED Honda CB300F মডেলের বাইকটি যাতে ইউজ করা হয়েছে 293 সিসির পাওয়ারফুল ইঞ্জিন যার Max Power 24.4 PS @ 7500 rpm এবং টর্ক 25.6 nm.
ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 14.1 লিটার।
পাওয়ার ট্রান্সমিশনের জন্য আছে 6 স্পীড গিয়ারবক্স।
সামনে ১১০ এবং পিছনে ১৫০ সেকশনের রিয়ার টায়ার রয়েছে যা চমৎকার স্ট্যাবিলিটি দিতে সক্ষম।
লং টুরে বাড়তি ফ্যাসিলিটি দিতে ইউএসবি পোর্ট ইন্টিগ্রেট করে দেয়া হয়েছে, আছে Bluetooth কানেক্টিভিটি, যার মাধ্যেমে ফোনে আসা কল বা ম্যাসেজ নোটিফিকেশন মিটারেই শো করবে।
সামনে ২৭৬ এবং পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেকের সাথে আছে ABS সাপোর্ট। আছে অত্যাধুনিক ফিচার " টর্ক কন্ট্রোল " যার মাধ্যমে রাইডার তার প্রয়োজন মত
টর্ক মোড সিলেক্ট করতে পারবে।
সামনে ইউএসডি এবং পিছনে মনোশক সাস্পেন্সনের কম্বিনেশন এনশিওর করবে সুপার কম্ফোর্টেবল রাইড এবং শার্প কর্নারিং যার ফলে রাইডিং এক্সপেরিয়েন্স হবে আরো নিখুত।
ইন্ডিয়ান রুপিতে ১ লাখ ৭০ হাজার রুপি প্রাইস ট্যাগ নিয়ে লঞ্চ হয়েছে Honda CB300F.
আশা করছি Bangladesh Honda Private Limited এর হাত ধরে আগামী বছরেই আমরা এই অসাধারণ বাইকটি বাংলাদেশের রাস্তায় দেখতে পাবো।


No comments:
Post a Comment