নয় বছর আগে এত এডভান্সড বাইক!!

ছবিতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এর সম্পর্কে নতুন রাইডারদের অনেকেই হয়তো জানেন না। 

কিন্ত একটু ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এই বাইকের ফিচারগুলো খুব পরিচিত লাগছে। তাইনা? 



ইউএসডি ফর্ক, ওয়াইড টায়ার, সেইম সুইচে ইঞ্জিন অন এবং কিল, লিকুইড ক্রিস্টাল ইনভার্টেড ডিস্প্লে  প্যানেল, এলইডি হেডলাইট, লিকুইড কুলড fi ইঞ্জিন এসব এখন বেশিরভাগ প্রিমিয়াম বাইকের কমন ফিচার। 

কিন্ত যদি জানতে পারেন এই সব ফিচারগুলো আরো ৯ বছর আগেই ইয়ামাহা তাদের বাইকে দিয়ে দিয়েছিলো নিশ্চই আতকে উঠবেন?


২০১৫ সালে ১৫০ সিসির এই বাইকটি থাইল্যান্ডে প্রথম লঞ্চ হয় Yamaha M-Slaz নামে, পরে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয় Yamaha Xabre নামে। লঞ্চিং ইভেন্টে এই বাইকটি আনভেইল করেন লিজেন্ডারি মটোজিপি রেসার ভ্যালেন্টিনো রসি।

বাইকটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন, ফিচার, পার্ফমেন্স এতটাই অসাধারণ ছিলো যে এখনকার সেইম সেগমেন্টের অনেক দামি বাইক এর পাশে দাড়ানোর যোগ্যতা রাখে না। 

প্রিমিয়ামনেস কাকে বলে সেটা বুঝার মত বেঞ্চমার্ক সেট করেছিলো এই Yamaha M-Slaz.

মজার ব্যাপার হলো এই বাইক নিয়ে ইন্ডিয়াতে প্রচন্ড ক্রেজ থাকার পরেও গ্লোবাল ইয়ামাহা এই বাইক ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেনি। তবে আমরা ভাগ্যবান, কারন সরাসরি কোনো ধরনের কোয়ালিটি ডিগ্রেডেশন ছাড়া, কস্ট কাটিং ছাড়া একদম Raw ওয়ার্ল্ডক্লাস কোয়ালিটির Mslaz/Xabre আমরা পেয়েছিলাম।

দেশে এই বাইকটি ইম্পোর্ট করেছিলো ERS global.


নেকেড বাইক হওয়া সত্বেও আমাদের টেস্টে এই বাইকের টপ স্পীড আমরা পেয়েছিলাম ১৫২ কিলোমিটার পার আওয়ার যা এখনো এই সেগমেন্টের কোনো ন্যাকেড বাইকের পক্ষে টাচ করা সম্ভব হয়নি। 

সিটিতে এই বাইকটা কি পরিমাণ Fun to Ride ছিলো সেটা লিখে বোঝানো অসম্ভব। 

সামনে এবং পিছনে ছিলো Nissin এর ব্রেক সেটাপ যার কারনে ব্রেকিং পার্ফমেন্স ছিলো টপ নচ কোয়ালিটির। লিকুইড কুল্ড ফোর ভালভ ইঞ্জিনের থ্রোটল রেসপন্স ছিলো ভীষণ ক্রিস্পি।

ডেল্টাবক্স ফ্রেমের কারনে এই বাইকের হ্যান্ডেলিংও অনেক ইজিয়ার ছিলো। এরো ডায়ানামিক ইঞ্জিন কাউলের জন্য ডিজাইনেও একটা সুপারবাইক টাইপ এস্থেটিক এবং ডিফারেন্ট ডায়ামেনশন এড হয়েছিলো। 

২০১৫ সালে এরকম একটা সুপার এডভান্সড মেশিনের সাথে যারা পরিচিত হয়েছে তাদের কাছে সেইম সেগমেন্টের লেটেস্ট মডেলগুলোর প্রতি ফ্যাসিনেটেড হবার মত তেমন কিছুই নেই,  কারন ইনোভেশনের বড্ড অভাব এখন,  তার উপর যোগ হয়েছে Quality কম্প্রোমাইজেশন এবং Cost কাটিং। 😥


Bike Doctor BD

No comments:

Post a Comment