Honda SP125 Fi BS6 বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে।
যেহেতু ১২৫ সিসি ইকোনমি কমিউটার সেগমেন্টে fi ইঞ্জিন নিয়ে বাইকটি বাজারে এসেছে তাই বাইকটি নিয়ে কৌতুহল বা আগ্রহের কোন কমতি নেই। সেইম সেগমেন্টের আর কোনো বাইক fi ইঞ্জিন অফার করছে না।তাই এই বাইকে ভালো মন্দ দিক গুলো নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন।
বেশ কিছুদিন ধরে বাইকটি বিভিন্ন রোড কন্ডিশনে চালিয়ে বাস্তব অভিজ্ঞতা এবং তার দৃষ্টিতে বাইকের Pros & Cons জানাচ্ছেন Honda SP125 fi বাইকের অউনারঃ Ananto CH
PROS.
১। লুকস্ অনেক সুন্দর & আকারে লম্বা চওড়া হওয়ায় রাইডিং এক্সপেরিয়েন্স অনেক কমফোর্টেবল লেগেছে, এমনকি পিলিয়ন রাইডার এই বাইকের কম্ফোর্ট নিয়ে দারুন প্রশংসা করেছে।
২. নতুন অবস্থাতেই ব্রেকিং পিরিয়ড মেইনটেইন করেও এর FI ইঞ্জিন থেকে আমি ৬৪/৬৫ মাইলেজ পাচ্ছি।
৩. এটার ডিজিটাল মিটারে RPM ছাড়া সব তথ্য পাওয়া যায়। যেমন টাইম, টোটাল রান, ট্রিপ A, ট্রিপ B, মাইলেজ, যতটুক ফুয়েল আছে তা দিয়ে কত কিলোমিটার যাওয়া যাবে ইত্যাদি।
৪. সেল্ফ+ইঞ্জিন কিল সুইচ একসাথে থাকায় কোন পেরা নাই। সেল্ফ টা ওয়ান টাচের মতো কাজ করে।
৫. এর ফ্রন্ট LED অনেক ভালো আলো প্রডিউস করে।
আমি সিটি বা গ্রামের রাস্তা কোথাও তেমন একটা অসুবিধা ফিল করিনি। তবে হ্যাঁ, হাইওয়েতে অবশ্যই আরো বেশি আলো দরকার পরে। তাই ভবিষ্যতে রাতের বেলা হাইওয়েতে রাইড করার প্রয়োজন হলে ছোট দুটো ফগলাইট ইন্সটল করে নেবো ভাবছি।
৬. সাইড স্ট্যান্ড এর ফিচার্স গুলো অনেক কাজের ও দরকারী যেমন, সাইড সাইড স্ট্যান্ড নামানো থাকলে বাইক র্স্টাট না হওয়া, বাইক র্স্টাট থাকা অবস্থায় সাইড স্ট্যান্ড নামালে ইঞ্জিন অফ হয়ে যায়। এইগুলা অনেক ভালো লাগছে।
৭. আগের ভার্সনের চেয়ে মোটা টায়ার হওয়ায় ব্রেকিং অনেক ভালো হয় বলে মনে হচ্ছে, সাথে CBS ব্রেক টা অনেক ভালো কাজ করে। ব্রেকিং নিয়ে আমি বেশ খুশি এবং কনফিডেন্ট ফিল করছি।
৮. গিয়ার চেঞ্জ খুবই স্মুথ এবং
৯. বাইকের এক্সহস্ট নোট বা ইঞ্জিন সাউন্ড অনেক সুন্দর।
Cons:
১. সীট কুশনিং সামান্য শক্ত মনে হয়েছে আমার কাছে। হতে পারে নতুন বলে, বসতে বসতে হয়তো আরো নরম হবে। আমার আগের বাইকেও কিছুদিন পর সীট নরম হয়ে গিয়েছিলো।
২. ডিজিটাল মিটার হওয়া সত্বেও RPM নাই 😒 এই ফিচারটা মিস করছি। এত আপডেট একটা বাইকে RPM শো করবে না এটা মানা কঠিন।
৩. হর্ন এর সাউন্ড আগের SP Shine এর তুলনায় কম লাউড।
৪. ফুয়েল রিজার্ভ অপশন নাই এবং চোক নাই। তবে এগুলার জন্য কখনও সমস্যা হবে বলে মনে হচ্ছে না কারণ বিকল্প দিয়ে দিয়েছে কোম্পানি।
এছাড়া আর কোন Cons আমার চোখে পড়েনি।
ভালো/খারাপ মিলিয়েই একটা বাইক হয়।
আর এই বাইকে অন্যান্য ১২৫ সিসি বাইকের তুলনায় অনেক এডভান্সড ফিচার্স রয়েছে।
ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, ভালো লাগা বা মন্দ লাগা অথবা কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।


No comments:
Post a Comment