জুলাই মাসের মধ্যে দেশের বাজারে স্থানীয়ভাবে তৈরি
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল লঞ্চ করবে বলে
জানিয়েছে Royal Enfield এর বাংলাদেশের পরিবেশক
ইফাদ মোটরস।
ইফাদ গ্রুপের ডিরেক্টর তাসকিন আহমেদ জানিয়েছেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর- এই ৪ টি মডেলই স্থানীয়ভাবে তৈরি করা হবে। তিনি আরো বলেন,
"আমরা দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করব তবে বাজারমুল্য ডলারের দামের উপর নির্ভর করবে,"
আশা করা হচ্ছে, ডলারের দাম ১২৫ টাকার মধ্যে থাকলে চারটি মডেলের সম্ভাব্য দাম ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে হতে পারে।
ইফাদ মোটরসের ম্যানুফ্যাকচারিং প্লান্টে বছরে তৈরি হবে মোট ৪০ হাজার রয়েল এনফিল্ড মোটরসাইকেল।
রয়্যাল এনফিল্ড, একটি বহু পুরানো এবং জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড। এর প্রতি দেশের বাইকারদের রয়েছে অন্যরকম আকর্ষণ।
সরকার গত বছরের শেষের দিকে ১৬৫সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন স্থানীয়ভাবে তৈরি মোটরসাইকেল বিক্রি করার অনুমতি দিয়েছে, তবে সর্বোচ্চ লিমিট নির্ধারণ করা হয়েছে ৩৭৫ সিসি পর্যন্ত।
বাজাজ ইতিমধ্যে বাজারে তাদের ২৫০ সিসির Pulsar N250 লঞ্চ করেছে এবং বিক্রিও শুরু করেছে। বাইকটির মুল্য মাত্র ৩ লক্ষ ৪০ হাজার টাকা রাখা হয়েছে, যেটা বেশ যুক্তিসঙ্গত এবং সহনীয় দাম বলেই সবাই মনে করছে। খুশি বাইক প্রেমিরাও। বাইকগুলো রেজিষ্ট্রেশন পেয়েরাস্তায় চলাচল করছে।
অন্যান্য আরো কিছু ব্রান্ডের হাইয়ার সিসি আছে পাইপ লাইনে।Royal Enfield এর জন্য অপেক্ষায় থাকাবন্ধুদের সাথে নিউজটি শেয়ার করুন।
No comments:
Post a Comment