পরিবর্তিত হলো সকল সুজুকি বাইকের দাম।
জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের বাজারে বেশ শক্ত অবস্থানে আছে জাপানিজ ব্রান্ড Suzuki.
নতুন প্রজন্মের তরুন বাইকারদের কাছে সুজুকির বাইকগুলো বেশি আকর্ষণীয়।
এর মুল কারন, ডিজাইন, ফিচার, স্টাইলিং, ইঞ্জিন পাওয়ার, ব্রেকিং কোন দিক থেকেই সুজুকির বাইকগুলোতে কোনো কমতি নেই।
সেই ২০১৬ সালে দেশে ১৫৫ সিসির জিক্সার বাইকটি এভেইলেবল হবার পর থেকে সুজুকির জনপ্রিয়তা বাড়তে থাকে।
সুজুকিও তাদের প্রতি বাইকারদের এই ভালোবাসার প্রতিদান হিসেবে বাজারে নিয়ে এসেছে নিত্যনতুন ফিচার আর স্টাইলিশ নতুন নতুন মডেলের বাইক।
এছাড়া সুজুকির লাইন আপে মিডরেঞ্জ সেগমেন্টে প্রচুর অপশন রয়েছে যেটা অন্য কোনো ব্রান্ডের ক্ষেত্রে নেই।
কেউ যদি মিডরেঞ্জ বাজেট নিয়ে কোনো শোরুমে ঢুকে অন্তত বাজেটের জন্য ফিরে আসার কোনো সুযোগ রাখেনি সুজুকি।
এক্সাইটিং সব কালার ভেরিয়েন্ট তো আছেই, তার উপর মনোটোন, ক্লাসিক, ম্যাটপ্লাস, এফ আই, ডিস্ক, এবিএসের মত নানা ফিচারের বিশাল সমাহার রয়েছে তাদের ৷ যেগুলো থেকে একজন বাইকার তার চাহিদা এবং বাজেট অনুযায়ী ইচ্ছেমত পছন্দের বাইকটা বেছে নিতে পারে।
তাছাড়া সার্ভিস নিয়েও সুজুকি বেশ সচেতন। বিভিন্ন সময়ে গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে তারা ইনিশিয়েট করে থাকে ফ্রি সার্ভিস ক্যাম্প।
বর্তমান সময়ে অস্থিতিশীল বাজারে সুজুকির বাইকগুলোর দাম কিছুটা পরিবর্তিত হয়েছে। যা পহেলা ফেব্রুয়ারি ২০২৪ সাল থেকে কার্যকর হয়েছে।
চলুন দেখে নেই সুজুকির মোস্ট পপুলার বাইকগুলোর বর্তমান দাম কত..
Hayate EP - BDT 118,000/-
Gixxer Monotone - BDT 205,950/-
Gixxer Classic Plus - BDT 209,950/-
Gixxer Classic Matt - BDT 209,950/-
Gixxer Carb-Disc - BDT 237,950/-
Gixxer Fi ABS - BDT 279,950/-
Gixxer Fi Disc - BDT 249,950/-
Gixxer SF Fi ABS - BDT 349,950/-
Gixxer SF Fi Disc - BDT 319,950/-
Gixxer SF Matt Plus - BDT 359,950/-
GSX 125 - BDT 141,950/
GSX R Dual Channel ABS - BDT 465,950/
Access Fi 125 - BDT 205,000/-
প্রাইস আপডেট বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ ।
ফেসবুকে আমাদের ফলো করুন Bike Doctor BD



No comments:
Post a Comment