লঞ্চিং এর ১ দিনের মধ্যেই স্টক আউট Karizma XMR

 

গত ১২ ই ফেব্রুয়ারী ২০২৪ তারিখে এক জমকালো লঞ্চিং ইভেন্টের মাধ্যমে Hero Bangladesh লঞ্চ করে Most Awaited ২১০ সিসি স্পোর্টস বাইক Karizma XMR 210.

ফুল ফেয়ারড স্পোর্টস টুরার ক্যাটাগরির এই বাইকটিতে রয়েছে 210 সিসির একটি DOHC 4valve লিকুইড কুলিং পাওয়ারফুল ইঞ্জিন যা 25.5 bhp এবং 20.4 nm টর্ক প্রোডিউস করতে সক্ষম। 

লেটেস্ট ফিচারে ঠাসা Stunning লুকের এই বাইকটি লঞ্চ হবার সাথে সাথেই Karizma প্রেমিদের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে গেছে।

যার ফলাফল হিসেবে লঞ্চিং এর মাত্র ১ দিন পরেই ২১০+ ইউনিট বাইক বুকড হয়ে গেছে।

বাইকটির প্রাইস এনাউন্স করা হয়েছিলো ৪ লক্ষ ৯৯ হাজার টাকা তবে প্রথম ২১০ জনের জন্য ছিলো স্পেশাল ডিসকাউন্ট ১ লক্ষ টাকা। 

স্পেসিফিকেশনের দিক থেকেও বাইকটি অনেক এডভান্সড। 

হিরো বাংলাদেশ জানিয়েছে তারা এখনো বুকিং চালু রেখেছে এবং বুকিংকৃত বাইকগুলো মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হাতে পাবেন Karizma লাভাররা।  


বাইকিং সম্পর্কিত বিষয়ে বিভিন্ন আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ Bike Doctor BD


No comments:

Post a Comment