কমতে পারে জ্বালানি তেলের দাম।

সারা বিশ্বে জ্বালানি তেলের সংকট এবং ডলার রেটের উর্ধগতির সাথে পাল্লা দিয়ে জ্বালানি তেলের দাম চলে গেছে নাগালের বাইরে। 



রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে এই সংকট মারাত্বক আকার ধারণা করে। 


 ৮৯ টাকা লিটার থেকে একলাফে ১৩০ টাকা লিটারে চলে যায় অকটেনের মুল্য। পেট্রোল ডিজেল কেরোসিন সবকিছুতেই ৩৬ থেকে ৪৩ শতাংশ মুল্য বৃদ্ধি হয়। 

বর্ধিত জ্বালানি তেলের দামের কারনে এর ব্যাপক প্রভাব পড়েছে পরিবর্তন সেক্টর সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারেও। 

সময়ের সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে এর প্রভাব পড়েনি। 

তবে IMF এর শর্তানুযায়ী এবার তেলের দাম সমন্বয় করতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ। 

বিপিসি জানিয়েছে ডিজেলের দামে খুব বেশি মুনাফা তারা করছে না। তাই মূল্যহ্রাস করার খুব বেশি সুযোগ নেই। 

কিন্ত অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে প্রতি মাসেই মুল্য সমন্বয় করা হবে। অকটেনের মুল্য প্রতি লিটার ডিজেলের চেয়ে ১০ টাকা বেশি হবে এমন আশ্বাস দিয়েছে বিপিসি। 

তেলের নতুন মুল্য চলতি মাসেই কার্যকর হবার সম্ভাবনা রয়েছে।



No comments:

Post a Comment