Suzuki Gixxer বাংলাদেশের বাজারে ব্যাপক জনপ্রিয় একটা বাইক ।
বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে Gixxer এর গ্রহনযোগ্যতা অনেক অনেক বেশি।
Gixxer কি পরিমাণ জনপ্রিয় আর রাস্তায় কত বেশি জিক্সার চলে সেটা যেকোনো ট্রাফিক সিগনালে দাড়ালে যে কেউ সহজেই বুঝে যাবে। গোটা ২০২৩ সাল জুড়ে জিক্সার ছিলো এই সেগমেন্টের সবচেয়ে হাইয়েস্ট সেলিং বাইক।
কিন্ত জিক্সার এত বেশি পপুলার হবার কারন কি??
কি এমন স্পেশাল ব্যাপার আছে জিক্সারে??
মুলত জিক্সারের এগ্রেসিভ ডিজাইন ল্যাংগুয়েজ, এর আইকনিক স্টাইলিং, মাস্কুলার এবং বোল্ড লুকস, আউটস্ট্যান্ডিং রোড প্রেজেন্স তো আছেই। সেই সাথে অসাধারণ ইঞ্জিন পাওয়ার, দারুন ব্রেকিং, বাইকটিকে সবার থেকে এগিয়ে রাখে। বাইকের ওয়াইডার টায়ার বাইকের স্ট্যাবিলিটিকে আরো বেশি ইনক্রিজ করেছে।
তাছাড়া, জিক্সারের Design Department বাইকের প্রিভিয়াস মডেল গুলোকে সময়ের সাথে সাথে আপগ্রেড করে নতুন ডায়ামেনশন যোগ করেছে। বাইকে যুক্ত হয়েছে নতুন নতুন আধুনিক ফিচার, নতুন নতুন এক্সাইটিং কালার গ্রাফিক্স। আর এই কারনেই বাইকের চাহিদা দিন দিন বেড়েছে।
নতুন Gixxer 250 তে থাকছে ২৪৯ সিসির একটা পাওয়ারফুল fi ইঞ্জিন যা ২৬.৫ পিএস পাওয়ার এবং ২২.২ নিউটন মিটার টর্ক প্রোডিউস করতে পারে। চমৎকার এই পাওয়ার ফিগারকে ট্রান্সমিট করার জন্য এতে থাকছে 6 speed Gearbox
সিসি লিমিট বাড়ার পর দেশের বাজারে হাই সিসি বাইক ঢুকতে শুরু করেছে, Pulsar N250, Karizma XMR 210 এর পর আমরা অপেক্ষায় ছিলাম Gixxer & Gixxer SF 250 এর জন্য। শোনা যাচ্ছে খুব দ্রুতই দেশের বাজারে এভেইলেবল হতে যাচ্ছে এই মডেল দুটি। ভারতের বাজারে জিক্সার ২৫০ এর প্রাইস ১ লাখ ৮৪ হাজার রুপি এবং জিক্সার এস এফ এর প্রাইস রেঞ্জ ২ লাখ থেকে ২ লাখ ১০ হাজার রুপি।
বাংলাদেশের বাজারে এই বাইক দুটি লঞ্চ হলে ৪ লক্ষ থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রাইস রেঞ্জ এক্সপেক্ট করা হচ্ছে। এই বছরের চলতি মাসেই দেশের বাজারে Gixxer এবং Gixxer SF লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে।






No comments:
Post a Comment