আমরা যারা মোটরসাইকেল ব্যাবহার করি তাদের মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা বলতে পারবেন? চিন্তায় পড়ে গেছেন? আচ্ছা বলে দিচ্ছি,
মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর চাকা বা টায়ার । কেননা এই টায়ারের উপর ভর করেই বাইক এবং বাইকের উপর ভর করে আমরা চলাফেরা করি অথচ টায়ার নিয়ে আমাদের মধ্যে রয়েছে অনেক উদাসীনতা।
টায়ার কিনতে গেলে কোন ধরনের টায়ার কেনা উচিত, কোন টায়ার ভালো হবে এসব বিষয়েও আমরা তেমন কনসার্ন না।
টায়ার কিনতে গেলে যে টায়ারের সাইজ, ধরন, ব্রান্ড এবং কোয়ালিটি দেখার পাশাপাশি যেই জিনিসটা অবশ্যই দেখতে হবে তা হলো টায়ারের তৈরির সাল বা ম্যানুফ্যাকচারিং ডেট।
বাইকের টায়ারের ক্ষেত্রে তৈরির পর থেকে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত টায়ারের গুনগত মান ঠিকঠাক থাকে। তবে পরিবহন ত্রুটি, স্টোরেজ কোয়ালিটি অথবা আবহাওয়ার কারনেও দ্রুত টায়ার তার কার্যক্ষমতা হারাতে পারে৷
তাই সবসময় টায়ার কেনার সময় লক্ষ্য রাখতে হবে বিক্রেতা যেন বেশি পুরানো টায়ার আপনাকে ধরিয়ে দিতে না পারে৷
প্রতিটি টায়ারের গায়ে উৎপাদন তারিখ খোদাই করে লেখা থাকে। যেমন 4023 লেখা থাকলে বুঝতে হবে টায়ারটি ২০২৩ সালের ৪০ তম সপ্তাহে প্রস্তত করা হয়েছে।
টায়ার যত বেশি সময় অব্যাবহৃত থাকবে ততই এর কম্পাউন্ড তার টেম্পার হারাতে থাকবে। আর বেশি পুরানো টায়ার থেকে কখনোই আপনি সঠিক গ্রিপ, সঠিক ব্রেকিং পার্ফমেন্স, এবং ভালো লংজিভিটি পাবেন না৷
তাই অবশ্যই চেস্টা করবেন একদম রিসেন্ট ম্যানুফ্যাকচার হওয়া টায়ার কিনার জন্য।
সর্বোচ্চ ৬ মাসের পুরানো টায়ার নিতে পারেন, তার বেশি নয়
পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
কোনো পরামর্শ বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।








