১৮৪ সিসির ইঞ্জিন নিয়ে আসছে Hornet 2.0

ভারতের বাজারে বেশ কিছু মাস আগেই লঞ্চ হয়ে গেলো Honda Hornet 2.0

Honda Hornet 2.0 বাইকে রয়েছে একটি পাওয়ারফুল 184 cc সিংগেল সিলিন্ডার ইঞ্জিন। 


এই ইঞ্জিন সর্বোচ্চ 17.26 bhp শক্তি ও 16 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম।



বড় চেঞ্জেস গুলোর মধ্যে USD suspension চোখে পড়বে সবার আগে।


এই বাইকের সামনে ও পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। এছাড়া এই বাইক প্রতি লিটারে সর্বোচ্চ প্রায় 57.35 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।



বাড়তি পাওনা হিসেবে ডান পাশের ইন্সট্রুমেন্ট কন্সোলে থাকছে ইঞ্জিন কিল সুইচ।



স্পোর্টি স্প্লিট সীট এই বাইকে আরো একটা নতুন মাত্রা যোগ করেছে।


Hornet 2.0 বাইকে দেয়া হয়েছে দুর্দান্ত কিছু ফিচারস যা বাইকপ্রেমীদের আকর্ষণ করবেই।

অত্যাধুনিক ফিচার গুলোর মধ্যে

One touch self start,

লিকুইড ক্রিস্টাল ডিস্প্লে,

ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, ওডোমিটার, নেভিগেশন,

বুট স্পেস, LED লাইটস, ল্যাপ টাইমার, টিউবলেস টায়ার, হ্যাজার্ড লাইট,

Metal alloy wheels আর ডিজিটাল ইন্ডিকেটর এর মত বেশ কিছু সুবিধা অন্যতম । থাকছে বেশ কিছু এক্সাইটিং কালার ভেরিয়েন্ট।


Honda Hornet 2.0 বাইকটি ভারতের বাজারে ১ লক্ষ ৪০ হাজার রুপি প্রাইস ট্যাগে সেল হচ্ছে। 


এবার শুধু অপেক্ষা বাংলাদেশের বাজারে এই বাইকটি লঞ্চ হবার... 


Yamaha FZS V2.0-FZN150D ইউজার ম্যানুয়াল

 বাইকের মেইন্টেনেন্স নিয়ে অনেকের থাকে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা।


ফেসবুক গ্রুপে হেল্প সিকিং পোস্টে জেনে না জেনে অনেকেই দেন পরামর্শ। 

কোনটা সঠিক পরামর্শ আর কোনটা ভুল সেটা নিয়েও রয়ে যায় কনফিউশান। 

তাই সঠিক মেইন্টেনেন্স এবং রিকমেন্ডেশন খুজে পাবার সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হলো অউনারস ম্যানুয়াল, কিন্ত কোথায় পাবেন এই অউনারস ম্যানুয়াল? 


মোটরসাইকেল ইউজারদের মধ্যে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মোটরসাইকেলের মেইন্টেনেন্স নলেজ অথবা ছোটখাটো বেসিক নলেজ থাকেনা।


কি ভাবে মেইনটেইন করলে বাইক ভালো থাকবে? 

কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ঢালবো?

পেট্রোল ইউজ করবো নাকি অকটেন?

প্লাগ কতদিন পর পর চেঞ্জ করতে হয়?

ইঞ্জিন অয়েল কি পরিমাণ ঢালতে হবে ইত্যাদি ইত্যাদি। 


এই জিজ্ঞাসা গুলো নিয়ে আমরা অনেক সময়ই ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দেই। কিন্ত ফেসবুকে পোস্ট দেয়ার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। 

যেমন ধরুন গ্রুপে যদি ১০০ জন আপনাকে সাজেশন দেয় তাহলে আপনি ১০০ ধরনের সাজেশন পাচ্ছেন, এতে আপনার কনফিউশান বাড়বে। কোন সাজেশন টা সঠিক সেটা খুজে পাবেন না। পাজলড হয়ে যাবেন। 

তাছাড়া যারা সাজেশন দিচ্ছে তাদের ও সেই বিষয়ে প্রপার নলেজ আছে কিনা সেটাও কিন্ত বড় একটা প্রশ্ন। 


অথচ আপনার সম্ভাব্য সকল জিজ্ঞাসার উত্তর এবং গাইডলাইন কিন্ত আপনার হাতেই রয়েছে। 

অবাক হচ্ছেন? জি ঠিকই বলছি। 

আপনার মোটরবাইক সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য, মেইন্টেনেন্স গাইডলাইন, পার্টস ইনফরমেশন, ইঞ্জিন অয়েল রিকমেন্ডেশন, পার্টস রিপ্লেসমেন্ট, ইঞ্জিন অয়েল লেভেল, পিরিয়ডিক চেক আপ সহ সব ধরনের প্রপার গাইড লাইন দেয়া আছে আপনার বাইকের  ইউজার ম্যানুয়াল বইতে। যেটা পড়লে বাইক এবং বাইকের মেইন্টেনেন্স বিষয়ে আপনি নিজেই হয়ে যেতে পারেন মাস্টার... 

কিন্ত কোথায় পাবেন ইউজার ম্যানুয়াল? 

সাধারণত প্রতিটি নতুন বাইকের সাথেই ইউজার ম্যানুয়াল শোরুম থেকে দিয়ে দেয়া হয়। যদি না পেয়ে থাকেন তাহলে চেয়ে নিন। আর যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে অনলাইন থেকে ইউজার ম্যানুয়ালের e কপি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ। 


Yamaha FZS v2 ইউজার ম্যানুয়াল ডাউনলোড করুন এখান থেকে  YAMAHA FZ V2.0- fzn150d- User Manual

TVS মোটরবাইক ও স্কুটারে মাথানস্ট ক্যাশব্যাক অফার

TVS ব্রান্ডের মোটরবাইক ও স্কুটার দেশে ব্যাপক জনপ্রিয়।

রাস্তায় টিভিএস এর প্রচুর বাইক ও স্কুটার 

এই জনপ্রিয়তার প্রমান দিচ্ছে প্রতিনিয়ত। 

TVS Bangladesh  সবসময় চেস্টা করে যাচ্ছে TVS লাভারদের জন্য এক্সাইটিং সব ফিচার সহ এগ্রেসিভ প্রাইস অফারে লেটেস্ট মডেলের বাইক নিয়ে আসতে। 

বিভিন্ন সময় নানান ডিস্কাউন্ট অফার  নিয়মিত তারা দিয়ে থাকে TVS প্রেমীদের জন্য। 

এছাড়া সার্ভিস এবং স্পেয়ার পার্টস সেবা নিশ্চিত করার জন্যেও তারা অনেক বেশি সাপোর্টিভ। 

চলুন দেখে নেই বর্তমানে বাজারে এভেইলেবল TVS ব্রান্ডের মোটরবাইক ও স্কুটারের দাম এবং ক্যাশব্যাক অফারগুলো 

NtorQ-125 CC

👉বিক্রয় মুল্যঃ ১৯৭,৯৯৯


TVS WEGO-110 CC

👉বিক্রয় মুল্যঃ ১,৬৪,৯৯৯


TVS Raider

👉বিক্রয় মূল্য: ১,৬৩,৯৯৯

👉অফার মূল্য: ১,৬০,৯৯৯(ক্যাশব্যাক ৩০০০)



𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟰𝗩 FI 𝗔𝗕𝗦

👉বিক্রয় মূল্য : ২,৬৯,৯৯০


𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟰𝗩 𝗔𝗕𝗦

👉বিক্রয় মূল্য : ২,৩৪,৯৯৯

  Red & Blue:- ২,৩১,৯৯৯/-

Black:- ২,৩৯,৯৯৯/-


𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟰𝗩 ডাবল ডিস্ক

👉বিক্রয় মূল্য: ২,১৪,৯৯৯

Red & Blue:- ২, ১১,৯৯৯/-

Black:- ২,১৯,৯৯৯/-


𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟰𝗩 সিঙ্গেল ডিস্ক

👉অফার মূল্য: ১,৯৭,৯৯৯

Red & Blue:- ১,৯৪,৯৯৯/-

 Black:- ২,০২,৯৯৯/-


𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟮𝗩 𝗔𝗕𝗦

👉বিক্রয় মূল্য: ১,৯৪,৯৯৯

👉অফার মূল্য: ১,৮৬,৯৯৯(ক্যাশব্যাক ৮০০০)


𝗔𝗽𝗮𝗰𝗵𝗲 𝗥𝗧𝗥 𝟭𝟲𝟬 𝟮𝗩 সিঙ্গেল ডিস্ক

👉বিক্রয় মূল্য: ১,৮৯,৯৯৯

👉অফার মূল্য: ১,৮৪,৯৯৯(ক্যাশব্যাক ৫০০০)



𝗧𝗩𝗦 𝗦𝘁𝗿𝘆𝗸𝗲𝗿 𝟭𝟮𝟱 𝗖𝗖

👉বিক্রয় মূল্য: ১,৪৪,৯৯৯


𝗧𝗩𝗦 𝗠𝗮𝘅 𝟭𝟮𝟱 𝗖𝗖

👉অফার মূল্য: ১,৩৫,৯৯৯


𝗧𝗩𝗦 𝗥𝗮𝗱𝗲𝗼𝗻 𝟭𝟭𝟬 𝗖𝗖

 👉বিক্রয় মূল্য: ১,২০,৯৯৯/-


𝗧𝗩𝗦 𝗠𝗲𝘁𝗿𝗼 𝗣𝗹𝘂𝘀 𝗥𝗘 𝟭𝟭𝟬 𝗖𝗖 𝗗𝗶𝘀𝗰

👉বিক্রয় মূল্য: ১,৩১,৯৯৯


𝗧𝗩𝗦 𝗠𝗲𝘁𝗿𝗼 𝗣𝗹𝘂𝘀 𝗥𝗘 𝟭𝟭𝟬 𝗖𝗖 Drum

👉বিক্রয় মূল্য: ১,২৪,৯৯৯/-


𝗧𝗩𝗦 𝗠𝗲𝘁𝗿𝗼 𝟭𝟬𝟬 𝗖𝗖 𝗘𝗟𝗦

👉বিক্রয় মূল্য: ১,১০,৯৯৯


𝗧𝗩𝗦 𝗫𝗟 𝟭𝟬𝟬 𝗜-𝗧𝗼𝘂𝗰𝗵

👉বিক্রয় মূল্য: ৯৫,৯৯৯


𝗧𝗩𝗦 𝗫𝗟 𝟭𝟬𝟬 𝗖𝗼𝗺𝗳𝗼𝗿𝘁

👉বিক্রয় মূল্য: ৯৮,৯৯৯


(মুল্য এবং ক্যাশব্যাক অফার সাপ্লাই এবং ডিমান্ডের উপর ভিত্তি করে যেকোনো সময় পরিবর্তিত হতে পারে)